
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হোলির কারণে ১৫ মার্চ নির্ধারিত হিন্দি পরীক্ষায় বসতে না পারলেও আর চিন্তা নেই। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার্থীরা আরেকটি সুযোগ পাবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।
আসলে, সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড হিন্দি (কোর এবং ইলেকটিভ) পরীক্ষা ১৫ মার্চ নির্ধারিত হয়েছে। কিন্তু, কিছু শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগ ছিল হোলির মধ্যে কীভাবে পরীক্ষা দেওয়া সম্ভব। কারণ দেশের কিছু অংশে হোলি উৎসব ১৪ মার্চ উদযাপিত হবে, আবার কিছু অঞ্চলে ১৫ মার্চ পর্যন্ত উদযাপন চলবে।
শিক্ষার্থীদের এই উদ্বেগের কথা বিবেচনা করে সিবিএসই একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড স্পষ্ট করেছে যে, পরীক্ষাটি তার নির্ধারিত তারিখেই হবে। অর্থাৎ ১৫ মার্চ ২০২৫। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের হোলির কারণে এতে উপস্থিত হতে অসুবিধা হবে তাদের আরও একটি সুযোগ দেওয়া হবে। এ ধরনের শিক্ষার্থীরা পরবর্তীতে বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবে।
বোর্ডের নীতিমালা অনুযায়ী, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রতি বছর একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়। এখন সেই ছাত্র-ছাত্রীরাও এই বিশেষ পরীক্ষায় বসতে পারবে, যারা হোলির কারণে ১৫ মার্চ পরীক্ষায় বসতে পারবে না। সিবিএসই সব স্কুলকে নির্দেশ দিয়েছে। তারা যেন এই সিদ্ধান্তের তথ্য দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়, যাতে তারা তাদের সুবিধামত সিদ্ধান্ত নিতে পারে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও